রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে সাত কলেজের শিক্ষার্থীদের চলমান অবরোধের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বাসে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে দুইজন শিক্ষার্থী ও একজন সাংবাদিকসহ মোট অন্তত সাতজন আহত হয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রফিকুল ইসলাম জানান, আন্দোলনকারীদের ছোড়া ইটপাটকেলে বাসটির দুটি জানালার কাচ ভেঙে যায় এবং বাইরের অংশ ক্ষতিগ্রস্ত হয়। আহতদের মধ্যে দুইজন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছেন। বাকিদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার সময় ক্ষতিগ্রস্ত বাসটি হাজারীবাগের লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট থেকে শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনা–নেওয়ার কাজে ব্যবহৃত হচ্ছিল। বাসটি সায়েন্সল্যাব এলাকায় পৌঁছালে অবরোধরত শিক্ষার্থীদের হামলার শিকার হয়। বর্তমানে বাসটি ভিসি চত্বরে রাখা হয়েছে।
ঢাবির পরিবহন দপ্তরের পরিচালক কামরুল ইসলাম জানান, “বাসের পেছনের গ্লাস পুরোপুরি ভেঙে গেছে, দরজা ও বাইরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আনুমানিক ২০ থেকে ২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।”
প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধের কারণে বাস আটকে গেলে বাসে থাকা শিক্ষার্থী ও আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। পরে প্রক্টরিয়াল টিম বাসটি ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে পেছন দিক থেকে ইটপাটকেল নিক্ষেপ করা হয়, যার ফলে কয়েকজন শিক্ষার্থী আহত হন এবং বাসের বাহিরের অংশও ক্ষতিগ্রস্ত হয়।
শু/সবা


























