০৫:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আত্মহত্যা চেষ্টাকারী চবি শিক্ষার্থীকে ছাত্রদল নেতার মানবিক সহায়তা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন অনুষদের ২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তারিক আলাভি ফেসবুকে ‘মৃত্যুবাণী’ শিরোনামে একটি আবেগঘন পোস্ট দেওয়ার পর মানসিক অবসাদে একাধিক ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন।

ঘটনাটি নজরে আসার পর তার বন্ধু ও চবি ছাত্রদল নেতা মোহাম্মদ শাহাব আহমেদ রাত ৪টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাখা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াসিনকে বিষয়টি জানান এবং দলীয় মেসেঞ্জার গ্রুপে শেয়ার করেন। এরপর তাৎক্ষণিকভাবে তার লোকেশন ও মোবাইল নাম্বার সংগ্রহ করে চবি ছাত্রদল নেতা মো. ইয়াসিন, মো. শাফায়াত হোসেন ও আমান আবদুল্লাহর সহায়তায় অসুস্থ অবস্থায় তাকে নিজ বাসা থেকে উদ্ধার করা হয়। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

চিকিৎসকরা জানিয়েছেন, শিক্ষার্থীটি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তিনি মানসিক ডিপ্রেশনে ভুগছিলেন এবং সেই কারণেই আত্মহত্যার চেষ্টা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে চবি ছাত্রদলে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াসিন বলেন, আমরা চাই না কোনো শিক্ষার্থী মানসিক অবসাদে জীবন হারাক। রাত ৪টায় যখন আমাদের চোখে ফেইসবুক পোস্টটা আসে তখন আমরা যদি সেটা এড়িয়ে যেতাম তাহলে হয়তো একটা জীবন এখানেই নেমে যেত। আমরা যেহেতু ছাত্রদের কল্যাণে কাজ করি এবং মানবিক দিক বিবেচনায় আমরা তাকে বাঁচাতে চেষ্টা করেছি। তার চিকিৎসা ও সুস্থতার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে গেছি। আমরা চাই চবি ক্যাম্পাসে আত্মহত্যার মত এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা আর পুনরাবৃত্তি না হোক।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

আত্মহত্যা চেষ্টাকারী চবি শিক্ষার্থীকে ছাত্রদল নেতার মানবিক সহায়তা

আপডেট সময় : ০৪:৩৫:২১ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন অনুষদের ২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তারিক আলাভি ফেসবুকে ‘মৃত্যুবাণী’ শিরোনামে একটি আবেগঘন পোস্ট দেওয়ার পর মানসিক অবসাদে একাধিক ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন।

ঘটনাটি নজরে আসার পর তার বন্ধু ও চবি ছাত্রদল নেতা মোহাম্মদ শাহাব আহমেদ রাত ৪টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাখা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াসিনকে বিষয়টি জানান এবং দলীয় মেসেঞ্জার গ্রুপে শেয়ার করেন। এরপর তাৎক্ষণিকভাবে তার লোকেশন ও মোবাইল নাম্বার সংগ্রহ করে চবি ছাত্রদল নেতা মো. ইয়াসিন, মো. শাফায়াত হোসেন ও আমান আবদুল্লাহর সহায়তায় অসুস্থ অবস্থায় তাকে নিজ বাসা থেকে উদ্ধার করা হয়। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

চিকিৎসকরা জানিয়েছেন, শিক্ষার্থীটি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তিনি মানসিক ডিপ্রেশনে ভুগছিলেন এবং সেই কারণেই আত্মহত্যার চেষ্টা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে চবি ছাত্রদলে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াসিন বলেন, আমরা চাই না কোনো শিক্ষার্থী মানসিক অবসাদে জীবন হারাক। রাত ৪টায় যখন আমাদের চোখে ফেইসবুক পোস্টটা আসে তখন আমরা যদি সেটা এড়িয়ে যেতাম তাহলে হয়তো একটা জীবন এখানেই নেমে যেত। আমরা যেহেতু ছাত্রদের কল্যাণে কাজ করি এবং মানবিক দিক বিবেচনায় আমরা তাকে বাঁচাতে চেষ্টা করেছি। তার চিকিৎসা ও সুস্থতার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে গেছি। আমরা চাই চবি ক্যাম্পাসে আত্মহত্যার মত এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা আর পুনরাবৃত্তি না হোক।

এমআর/সবা