চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনকে ঘিরে মনোনয়নপত্র গ্রহণের শেষ দিনে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে ক্যাম্পাসে। এখন পর্যন্ত হল সংসদ ছাড়া শুধু চাকসুতে দুপুর ১২টা পর্যন্ত মনোনয়নপত্র নিয়েছেন ১২৭ জন প্রার্থী। বিষয়টি নিশ্চিত করেছেন চাকসু প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন।
মঙ্গলবার সকাল ৯টা থেকেই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ভবনের সামনে ভিড় জমাতে শুরু করেন বিভিন্ন সংগঠন ও স্বতন্ত্র প্রার্থীরা। প্রার্থীরা তাঁদের অনুসারী নিয়ে মনোনয়নপত্র নিতে আসেন। এতে পুরো চাকসু ভবন হয়ে ওঠে সরগরম। সকাল থেকে প্রার্থীদের উপস্থিতি ও সমর্থকদের আনাগোনায় ক্যাম্পাসে তৈরি হয় নির্বাচনী আমেজ।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, শেষ দিনে প্রত্যাশিত সংখ্যক প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। জমাদানের শেষ সময় পর্যন্ত ভিড় সামলাতে বাড়তি দায়িত্ব পালন করেছে নিরাপত্তা কর্মীরা।
এদিকে প্রার্থীদের সমর্থকরা নিজেদের প্যানেল বা ব্যক্তিগত জনপ্রিয়তা জানান দিতে প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এতে এক ধরনের প্রতিযোগিতামূলক পরিবেশও লক্ষ্য করা যায়।
মনোনয়ন নিতে আসা প্রার্থী ইসমাইল বলেন, আমরা দীর্ঘদিন ধরে এই নির্বাচনের অপেক্ষায় ছিলাম। অবশেষে মনোনয়নপত্র গ্রহণ করতে পেরে আনন্দিত। আশা করি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে।
অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, চাকসু নির্বাচন আমাদের শিক্ষার্থীদের বহুদিনের দাবি। এতদিন পর প্রার্থীদের অংশগ্রহণ দেখে মনে হচ্ছে পুরো ক্যাম্পাসে এক ধরনের প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।
বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, দীর্ঘ ৩৪ বছর পর চাকসু নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের এই উৎসাহ-উদ্দীপনা ক্যাম্পাসে নতুন মাত্রা যোগ করেছে।
উল্লেখ্য, গত দুইদিনে চাকসু নির্বাচনের মনোনয়নপত্র গ্রহণ করেছেন ১৬৯ প্রার্থী। আজ মঙ্গলবার ছিল মনোনয়ন গ্রহণের শেষ তারিখ। শেষ দিনে মনোনয়নপত্র গ্রহণে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

























