বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) লোকপ্রশাসন বিভাগের নতুন প্রধান হয়েছেন সহকারী অধ্যাপক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিনি ২১ সেপ্টেম্বর ২০২৫ থেকে তিন বছরের জন্য এ দায়িত্ব পালন করবেন।
ময়মনসিংহের গফরগাঁওয়ের সন্তান মুজাহিদুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লোকপ্রশাসনে বিএসএস ও এমএসএস এবং যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি ডিগ্রি অর্জন করেছেন। তাঁর ১৩টি গবেষণা প্রবন্ধ আন্তর্জাতিক ও স্থানীয় জার্নালে প্রকাশিত হয়েছে।
মানবিক কর্মকাণ্ডেও সক্রিয় তিনি। তাঁর প্রতিষ্ঠান ইউএইচএইচ সম্প্রতি বেরোবির ১২০ জন এতিম শিক্ষার্থীকে ১২ লাখ টাকা বৃত্তি দিয়েছে। দায়িত্বপ্রাপ্তির পর তিনি বলেন, শিক্ষার্থীদের কল্যাণ ও বিভাগকে গবেষণামুখী পর্যায়ে উন্নীত করাই তাঁর লক্ষ্য।
এমআর/সবা

























