০২:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ওসমান হাদির মৃত্যুতে ইবি প্রশাসনের শোক র‍্যালি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে চব্বিশের জুলাই অভ্যুত্থানের সম্মুখযোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদির মৃত্যুতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে শোক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রীয়ভাবে ঘোষিত একদিনের শোক কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২০ ডিসেম্বর) জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

বেলা সাড়ে ১১টার দিকে প্রশাসন ভবনের সামনে থেকে কয়েকশ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীর অংশগ্রহণে শোক র‍্যালিটি শুরু হয়। র‍্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার প্রশাসন ভবনের সামনে এসে শেষ হয়। পরে শহীদ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

শোক র‍্যালিতে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানসহ বিভিন্ন অনুষদের শিক্ষক, শিক্ষার্থী ও রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন, ওসমান হাদি ছিলেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে একজন বিপ্লবী কণ্ঠস্বর। তিনি যে চেতনা ধারণ করতেন, তা আমাদের মাঝে জাগ্রত রাখতে হবে। আল্লাহ যেন তার শাহাদাত কবুল করেন।

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ওসমান হাদি অন্যায়ের বিরুদ্ধে ছিলেন একজন অনলবর্ষী বক্তা। তাকে হারিয়ে দেশ একজন সাহসী কণ্ঠকে হারিয়েছে। তবে তার আত্মত্যাগ প্রমাণ করেছে—শহীদ হাদি লক্ষ হাদিকে জীবিত রেখে গেছেন। আমরা তার হত্যাকারীদের দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানাই।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

আপিল শুনানির অষ্টম দিনে ৪৫ আবেদন মঞ্জুর করল ইসি

ওসমান হাদির মৃত্যুতে ইবি প্রশাসনের শোক র‍্যালি

আপডেট সময় : ০৫:২২:০০ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ে চব্বিশের জুলাই অভ্যুত্থানের সম্মুখযোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদির মৃত্যুতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে শোক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রীয়ভাবে ঘোষিত একদিনের শোক কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২০ ডিসেম্বর) জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

বেলা সাড়ে ১১টার দিকে প্রশাসন ভবনের সামনে থেকে কয়েকশ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীর অংশগ্রহণে শোক র‍্যালিটি শুরু হয়। র‍্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার প্রশাসন ভবনের সামনে এসে শেষ হয়। পরে শহীদ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

শোক র‍্যালিতে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানসহ বিভিন্ন অনুষদের শিক্ষক, শিক্ষার্থী ও রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন, ওসমান হাদি ছিলেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে একজন বিপ্লবী কণ্ঠস্বর। তিনি যে চেতনা ধারণ করতেন, তা আমাদের মাঝে জাগ্রত রাখতে হবে। আল্লাহ যেন তার শাহাদাত কবুল করেন।

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ওসমান হাদি অন্যায়ের বিরুদ্ধে ছিলেন একজন অনলবর্ষী বক্তা। তাকে হারিয়ে দেশ একজন সাহসী কণ্ঠকে হারিয়েছে। তবে তার আত্মত্যাগ প্রমাণ করেছে—শহীদ হাদি লক্ষ হাদিকে জীবিত রেখে গেছেন। আমরা তার হত্যাকারীদের দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানাই।

এমআর/সবা