০৮:৪১ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে ডাকা‌তির প্রস্তু‌তিকালে গ্রেফতার চার 

বন্দরনগরী চট্টগ্রামের বাক‌লিয়া থানা এলাকার কল্পলোক আবাসিক খালপাড়ে অন্ধকারাচ্ছন্ন খালি জায়গায় ডাকা‌তির প্রস্তু‌তিকালে ৪ ডাকাতকে গ্রেফতার করেছেন পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- মোঃ আসিফ (২২), মোঃ সবুজ (১৯), মোঃ বাদশা (২৫) ও মোঃ ইউনুছ প্রঃ শ্রাবন (২৩)।
গত সোমবার (১ জানুয়া‌রি) রাতে বাকলিয়া থানাধীন ৫নং ব্রিজ সংলগ্ন কল্পলোক আবাসিক ২নং রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করে থানা পু‌লিশ।
বাকলিয়া থানার ও‌সি আফতাব উ‌দ্দিন সবুজ বাংলাকে জানান,  গোপন সংবাদের ভি‌ত্তিতে ডাকাতির প্রস্তু‌তিকালে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ৩৯৯/৪০২ পেনাল কোড ধারায় মামলা রুজু হয়েছে।
গ্রেফতারকৃত মোঃ আসিফ চট্টগ্রাম জেলার কালামিয়া বাজার দোতলা বড় মসজিদ গলি কচুওয়ালা বাড়ীর পিছনে চুনতি বাদশার বাড়ীর মোঃ ইসমাইল মিয়ার ছেলে, মোঃ সবুজ কালামিয়া বাজার মোজাফ্ফর রোড খালপাড় লোহার ব্রীজের পাশে নুর মোহাম্মদ সওদাগরের কলোনির মোঃ জসিম উদ্দিনের ছেলে, মোঃ বাদশা কু‌মিল্লা জেলার মুরাদনগর থানাধীন বাখরনগরের থোল্লা এলাকার লতিফ মেম্বারের বাড়ীর খোকন মিয়া ছেলে, মোঃ ইউনুছ প্রঃ শ্রাবন চট্টগ্রাম নগরীর চাক্তাই ভেড়া মার্কেট, নতুন পুলের পাশ, আক্তারের কলোনীর মোঃ বাহাদুর মিয়ার ছেলে।
জনপ্রিয় সংবাদ

সোনাগাজীতে বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আনন্দঘন পুনর্মিলনী

চট্টগ্রামে ডাকা‌তির প্রস্তু‌তিকালে গ্রেফতার চার 

আপডেট সময় : ০১:১৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪
বন্দরনগরী চট্টগ্রামের বাক‌লিয়া থানা এলাকার কল্পলোক আবাসিক খালপাড়ে অন্ধকারাচ্ছন্ন খালি জায়গায় ডাকা‌তির প্রস্তু‌তিকালে ৪ ডাকাতকে গ্রেফতার করেছেন পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- মোঃ আসিফ (২২), মোঃ সবুজ (১৯), মোঃ বাদশা (২৫) ও মোঃ ইউনুছ প্রঃ শ্রাবন (২৩)।
গত সোমবার (১ জানুয়া‌রি) রাতে বাকলিয়া থানাধীন ৫নং ব্রিজ সংলগ্ন কল্পলোক আবাসিক ২নং রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করে থানা পু‌লিশ।
বাকলিয়া থানার ও‌সি আফতাব উ‌দ্দিন সবুজ বাংলাকে জানান,  গোপন সংবাদের ভি‌ত্তিতে ডাকাতির প্রস্তু‌তিকালে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ৩৯৯/৪০২ পেনাল কোড ধারায় মামলা রুজু হয়েছে।
গ্রেফতারকৃত মোঃ আসিফ চট্টগ্রাম জেলার কালামিয়া বাজার দোতলা বড় মসজিদ গলি কচুওয়ালা বাড়ীর পিছনে চুনতি বাদশার বাড়ীর মোঃ ইসমাইল মিয়ার ছেলে, মোঃ সবুজ কালামিয়া বাজার মোজাফ্ফর রোড খালপাড় লোহার ব্রীজের পাশে নুর মোহাম্মদ সওদাগরের কলোনির মোঃ জসিম উদ্দিনের ছেলে, মোঃ বাদশা কু‌মিল্লা জেলার মুরাদনগর থানাধীন বাখরনগরের থোল্লা এলাকার লতিফ মেম্বারের বাড়ীর খোকন মিয়া ছেলে, মোঃ ইউনুছ প্রঃ শ্রাবন চট্টগ্রাম নগরীর চাক্তাই ভেড়া মার্কেট, নতুন পুলের পাশ, আক্তারের কলোনীর মোঃ বাহাদুর মিয়ার ছেলে।