চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. আবু তাহের বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছে। চলতি বছরের ডিসেম্বরে যে কোনো তারিখে তা অনুষ্ঠিত হতে পারে।
গত ২১ মার্চ বিশ্ববিদ্যালয়ের ডিনদের সঙ্গে এক আলোচনা সভায় পঞ্চম সমাবর্তন নিয়ে কথা বলেন । সেখানে নতুন উপাচার্যের এমন সিদ্ধান্তের কথা জানা গেছে।
জানতে চাইলে সমাবর্তন নিয়ে আলোচনার বিষয়টি নিশ্চিত করে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, ‘আমরা ডিনস কমিটির সভায় সর্বসম্মতিক্রমে পঞ্চম সমাবর্তন করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। ডিনস কমিটির এই সিদ্ধান্ত অ্যাকাডেমিক কাউন্সিল, সিন্ডিকেট হয়ে আমরা রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠাব। এরপর রাষ্ট্রপতি যখন বলবেন, তখনই সমাবর্তন অনুষ্ঠিত হবে।’
এ বিষয়ে সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সিরাজুদ্দৌলা জানান, উপাচার্য দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই ডিনদের নিয়ে আলোচনা সভা করেছেন। যার একমাত্র এজেন্ডাই ছিল ‘পঞ্চম সমাবর্তন’। ডিনদের সম্মতিতেই এই সমাবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এর সম্ভাব্য তারিখ নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যেই হবে।
তিনি আরও বলেন, দীর্ঘ ৮ বছর ধরে আমাদের বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন হচ্ছে না। ডিনস কমিটির সভায় সমাবর্তন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা অতি দ্রুত সমাবর্তনের কাজ শুরু করব।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দীর্ঘ ৫৮ বছরে সমাবর্তন হয়েছে মাত্র চার বার। সর্বশেষ ২০১৬ সালে চতুর্থবারের মতো উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর সময় সর্বশেষ সমাবর্তন অনুষ্ঠিত হয়। এর আগে ১৯৯৪ সালে সর্বপ্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়। এরপর ১৯৯৯ সালে দ্বিতীয়, ২০০৮ সালে অনুষ্ঠিত হয় তৃতীয় সমাবর্তন।
২০১৬ সালে সর্বশেষ সমাবর্তনের পর উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার অন্তত পাঁচবার ঘোষণা দিয়েও সমাবর্তন আয়োজন করতে পারেননি। এমন পরিস্থিতিতে এবার উপাচার্যের দায়িত্ব নেওয়ার দ্বিতীয় দিনেই সমাবর্তন আয়োজনের সিদ্ধান্ত নেন চবির নতুন উপাচার্য অধ্যাপক ড. আবু তাহের।

























