বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের (পিএসসি’র) এর প্রশ্ন ফাঁসের ঘটনায় অভিযুক্ত লালমনিরহাটের আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিজানুর রহমান মিজানকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (১৩ জুলাই) দুপুরে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের এতথ্য নিশ্চিত করা হয়েছে। বহিষ্কৃত মিজানুর রহমান এলাকায় এমডি মিজান নামে ব্যাপক পরিচিত।এমডি মিজান জেলার আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া কুটিরপাড় গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের পুত্র।সে ব্যাক্তি জীবনে বিবাহিত।স্ত্রী ও সন্তানদদের নিয়ে ঢাকা দীর্ঘ দিন ধরে বসবাস করছেন।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, আদিতৃারী উপজেলা আওয়ামী লীগের জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক, সংগঠন বিরোধী, শৃঙ্খলা-পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মোঃ মিজানুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হলো।
সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত বিসিএসের প্রশ্ন ফাঁস চক্রের এক তালিকায় নাম আসে মিজানুর রহমান মিজানের। গণমাধ্যমে নাম উঠে আসায় শনিবার দুপুরে উপজেলা আওয়ামীলীগ এক জরুরী সভা করেন।এতে সবার সম্মতিক্রমে তাকে দলীয় পদ-পদবি থেকে বহিষ্কার করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল আলম বহিষ্কারের সত্যতা নিশ্চিত করে বলেন, গণমাধ্যমে খবর প্রকাশ ও বিভিন্নভাবে খোঁজ খবর নিয়ে বিষয়টি নিশ্চিত হয়েছি আমরা ও জরুরী সভা ডেকে তাকে বহিষ্কার করা হয়েছে।


























