চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা গাউসিয়া কমিটি কর্তৃক পবিত্র ফাতেহা-এ ইয়াজদাহম উপলক্ষ্যে “বড়পীর আব্দুল কাদের জিলানী (রহঃ) এর জীবনী ও বর্তমান যুগসন্ধিক্ষণের প্রেক্ষাপটে তাঁর কর্মসমূহের প্রাসঙ্গিকতা” শীর্ষক পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ অক্টোবর ২০২৪) বেলা ১১:৩০ টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এ পাঠচক্র অনুষ্ঠিত হয়।
পাঠচক্রে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক ইকরামুল হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন উক্ত সংগঠনটির সভাপতি ফরমান উল্লাহ, সাধারণ সম্পাদক মুনতাসির মাহমুদ ও অনুষদ কমিটিসমূহের সদস্যরা।
পাঠচক্রে প্রধান আলোচক ইকরামুল হাসান বলেন, “গাউসে পাক ছিলেন তাঁর যুগের অন্যতম একজন সমালোচক। তিনি ভন্ড সুফিদের ব্যাপারে খুবই কঠোর ছিলেন। তিনি এমন প্রায় ১১০টি ভন্ড ফেরকাকে দলিলের মাধ্যমে পরাজিত করেন, যা তাঁর স্বরচিত কিতাব ‘গুনিয়াতুত ত্বালিবিন’ এর ৪র্থ খণ্ডে পাওয়া যায়”
এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। পরবর্তীতে জিরো পয়েন্টে শিক্ষার্থী ও পথচারীদের মাঝে শিরনি (তাবারুক) বিতরন করা হয়।

























