সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখা শিবিরের ২০২৫ সেশনের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণ শাখা।
সভাপতি মো:নূর নবী ও সেক্রেটারি রাজিব হোসাইন। সভাপতি সোহরাওয়ার্দী কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০-২১ সেশনের শিক্ষার্থী এবং সাধারণ সম্পাদক সোহরাওয়ার্দী কলেজে অর্থনীতি বিভাগের ২২-২৩সেশনের শিক্ষার্থী।
মঙ্গলবার (২১ জানুয়ারি) ‘ছাত্রশিবির সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ’ নামে একটি ফেসবুক পেজে এই কমিটির নাম প্রকাশ করেন।
সভাপতি বলেন, ছাত্রশিবির ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আজ পর্যন্ত সকল যৌক্তিক আন্দোলনে শিক্ষার্থীদের পাশে ছিলো। বিগত ফ্যাসিবাদ আমলে মিডিয়ার অপব্যবহার করে ছাত্রশিবিরের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালানো হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের পর ছাত্রশিবির সাধারণ শিক্ষার্থীদের আস্থা তৈরি করতে সক্ষম হয়েছে।আমরা ক্যাম্পাসে ছাত্র রাজনীতির সংস্কার চাই,আর ছাত্র রাজনীতি সংস্কার হবে তখন-যখন আমরা নিজেকে সংস্কার করতে পারবো।
সেক্রেটারি বলেন, আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের সেটাপ সম্পন্ন হলো। এই সুন্দর সুযোগের জন্য মহান রবের প্রশংসা আদায় করছি আলহামদুলিল্লাহ।প্রতিষ্ঠালগ্ন থেকেই সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাংগঠনিক কার্যক্রম ও কমিটি ছিলো।বিগত দিনে বাস্তবিক কারণে কমিটি এরকম মিডিয়ার সামনে প্রকাশ করতে পারিনি।
উল্লেখ, সভাপতি সাবেক ডেমরা দক্ষিণ শাখার সভাপতি হিসেবে এবং সাধারণ সম্পাদক রাজিব হোসাইন অত্র কলেজ শাখা শিবিরের সাবেক অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এছাড়াও তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সোহরাওয়ার্দী কলেজ শাখার সহসম্বয়ক ছিলেন।























