১০:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রাবির হলে ছাত্রদলের আম বিতরণ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১৭টি আবাসিক হলের শিক্ষার্থীদের মাঝে আম বিতরণ ও ঈদ শুভেচ্ছা বিনিময় করছেন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের আহবায়ক সুলতান আহমেদ রাহী।
শনিবার (৩১ মে) দিনব্যাপী হলে অবস্থানরত শিক্ষার্থীদের মাঝে আম বিতরণ করতে দেখা যায় তাদেরকে। প্রতিবেদন লেখা পর্যন্ত ৭টি আবাসিক হলে আম বিতরণের কার্যক্রম শেষ করেন তারা। বাকি হলগুলোতে আগামীকাল বিতরণ করা হবে বলে জানান সুলতান আহমেদ রাহী।
সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রথমে শহীদ জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থীদের দিয়ে শুরু করলেও পরে অন্য ছয়টি হলের শিক্ষার্থীদের মাঝে আম বিতরণ করেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
এদিকে, এমন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে অবস্থানরত সাধারণ শিক্ষার্থীরা। তারা বলছেন, এমন উদ্যোগ আগে কেউ গ্রহণ করেনি। ছাত্রদলের মতো ইতিবাচক কাজের প্রতিযোগিতা চলুক সেটাই তাদের প্রত্যাশা।
শহীদ জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী আনোয়ার হোসেন বলেন, ছাত্রদলের এমন উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। গ্রীষ্মের এ গরমে রাজশাহীর খুব সুমিষ্ট হয়। প্রতিটি হলে হলে আম উপহার দেওয়া উচিত ছিলো হল প্রশাসন বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের। কিন্তু আমরা হতাশ সেই কাজগুলো করছে বিশ্ববিদ্যালয় ছাত্রদল। শিক্ষার্থীবান্ধব এমন কাজের প্রশংসা করেন এ শিক্ষার্থী।
শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান মিঠু বলেন, আজকের এই উপহার একটি প্রতীকী উপহার। ঈদের আনন্দ ভাগাভাগি করে ছাত্রদলের সাথে যে শিক্ষার্থীদের একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রয়েছে সেই হিসেবে তাদের মাঝে আম বিতরণ করছি।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাকিলুর রহমান সোহাগ সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
এমআর/সব

জনপ্রিয় সংবাদ

উদ্দেশ্যপ্রণোদিতভাবে ডাকাতি মামলায় ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন

রাবির হলে ছাত্রদলের আম বিতরণ

আপডেট সময় : ০৯:২৯:০৯ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১৭টি আবাসিক হলের শিক্ষার্থীদের মাঝে আম বিতরণ ও ঈদ শুভেচ্ছা বিনিময় করছেন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের আহবায়ক সুলতান আহমেদ রাহী।
শনিবার (৩১ মে) দিনব্যাপী হলে অবস্থানরত শিক্ষার্থীদের মাঝে আম বিতরণ করতে দেখা যায় তাদেরকে। প্রতিবেদন লেখা পর্যন্ত ৭টি আবাসিক হলে আম বিতরণের কার্যক্রম শেষ করেন তারা। বাকি হলগুলোতে আগামীকাল বিতরণ করা হবে বলে জানান সুলতান আহমেদ রাহী।
সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রথমে শহীদ জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থীদের দিয়ে শুরু করলেও পরে অন্য ছয়টি হলের শিক্ষার্থীদের মাঝে আম বিতরণ করেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
এদিকে, এমন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে অবস্থানরত সাধারণ শিক্ষার্থীরা। তারা বলছেন, এমন উদ্যোগ আগে কেউ গ্রহণ করেনি। ছাত্রদলের মতো ইতিবাচক কাজের প্রতিযোগিতা চলুক সেটাই তাদের প্রত্যাশা।
শহীদ জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী আনোয়ার হোসেন বলেন, ছাত্রদলের এমন উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। গ্রীষ্মের এ গরমে রাজশাহীর খুব সুমিষ্ট হয়। প্রতিটি হলে হলে আম উপহার দেওয়া উচিত ছিলো হল প্রশাসন বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের। কিন্তু আমরা হতাশ সেই কাজগুলো করছে বিশ্ববিদ্যালয় ছাত্রদল। শিক্ষার্থীবান্ধব এমন কাজের প্রশংসা করেন এ শিক্ষার্থী।
শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান মিঠু বলেন, আজকের এই উপহার একটি প্রতীকী উপহার। ঈদের আনন্দ ভাগাভাগি করে ছাত্রদলের সাথে যে শিক্ষার্থীদের একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রয়েছে সেই হিসেবে তাদের মাঝে আম বিতরণ করছি।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাকিলুর রহমান সোহাগ সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
এমআর/সব