‘এলিয়েন’ কিংবা ‘ভিনগ্রহের ফুটবলার’। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসির কথাই বলছি। জাতীয় দলের জাসির্তে জিতেছেন সব ধরনের শিরোপা। ক্লাব ফুটবলেও তাই। এজন্যই তাকে অভিহিত করা হয় ‘মোস্ট ডেকোরেটেড ফুটবলার’ হিসেবে।
মেসি অসাধারণ, অপ্রতিরোধ্য, অবিসংবাদিত। অভিধানে যত রকম প্রশংসাসূচক শব্দ আছে তার সবগুলো ব্যবহারের পরেও মনে হয় সঠিকভাবে বর্ণনা করা যাবে না এই ক্ষুদে জাদুকরকে।
বার্সেলোনার সাবেক কোচ আর্নেস্ত ভালভার্দে বলেছিলেন, ‘মেসিকে বর্ণনা করার মতো যথেষ্ট পরিমাণে প্রশংসাসূচক শব্দ পৃথিবীতে এখনও আবিষ্কারই হয়নি।’
শুধু ভালভার্দেই নয়, পৃথিবীর বড় বড় ফুটবলার, কোচ, ফুটবল বিশেষজ্ঞরা মেসিকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন চমকপ্রদ উক্তি করেছেন। চলুন, সেগুলো জেনে নেয়া যাক।
* ডিয়েগো ম্যারাডোনা : আমি সেই খেলোয়াড়কে দেখে ফেলেছি যে আর্জেন্টিনা ফুটবলে আমার আসনটি নেবে এবং সেই খেলোয়াড়ের নাম মেসি। মেসি অসাধারণ এক প্রতিভা।
* পেলে : মেসিকে অনেক পছন্দ করি। সে একজন অসাধারণ খেলোয়াড়। সত্যি বলতে, আমরা দুজন একই স্তরের খেলোয়াড়।
* ফ্রাঞ্জ বেকেনবাওয়ার : মেসি অত্যন্ত দক্ষ ও বুদ্ধিমান। তার বাম পা’টা ঠিক যেন ম্যারাডোনার মতো।
* পাবলো আইমার : অনেক বছর ধরে চিন্তা করেছি যে, ম্যারাডোনার মতো আর কোন খেলোয়াড় কখনই আসবে না। কিন্তু এখন মেসি ম্যারাডোনার স্তরে।
* ইয়োহান ক্রুয়েফ : পৃথিবীর জন্য মেসি একটি সম্পদ। কারণ সে পৃথিবীর শিশুদের কাছে এক আদর্শ। মেসি ইতিহাসের সবচেয়ে বেশি ব্যালন ডি’অর পাওয়া খেলোয়াড় হবে। আর তার সংখ্যা হবে পাঁচ, ছয়, সাত। তার সাথে কারোর তুলনা চলে না। সে অন্য স্তরের খেলোয়াড়।
* কোবে ব্রায়ান্ট : আমি আমার আমেরিকা জাতীয় দলে ১০ নম্বর জার্সি পরিধান করি আমার দেখা সবচেয়ে সেরা খেলোয়াড় মেসির প্রতি সম্মান দেখিয়ে।
* পেপ গার্দিওলা : মেসিকে নিয়ে লিখতে যেও না। তাকে বর্ণনা বা ব্যাখ্যা করারও চেষ্টা করো না। তার খেলা শুধু চেয়ে চেয়ে দেখ।
* কার্লোস বিলার্দো : মেসির কাছে ডাক্তারিবিদ্যা ভুল প্রমাণিত হয়েছে। তার গোড়ালিতে নিশ্চয়ই একটি অতিরিক্ত হাড় আছে।
* আদ্রিয়ানো গ্যালিয়ানি : আমি পেলে এবং ম্যারাডোনা দুজনকেই খেলতে দেখেছি। তবে মেসি তাদের চেয়ে সেরা। সর্বকালের সেরা খেলোয়াড়।
* ডেভিড লুইজ : খেলার মাঠে দক্ষতায় পার্থক্য গড়ে দেয়া মেসি অসাধারণ দক্ষ। তিনি সর্বকালের সেরা খেলোয়াড়।
* এ্যালেক্স সং : লিওনেল মেসি? ওহ! আমি মনে করি তিনি অসাধারণ। তিনি আমার জীবনকালে দেখা সেরা খেলোয়াড়।
* গ্যারি আর্মস্ট্রং : আমি প্লাতিনি, ম্যারাডোনা, ক্রুয়েফদের মতো ফুটবলারদের বিপক্ষে খেলেছি। জর্জ বেস্টের সঙ্গে একই দলে খেলেছি। অনেক বড় বড় নাম এগুলো। কিন্তু তারা কেউই সেটা করতে সমর্থ হননি যা মেসি করে দেখিয়েছেন। এ কথা নিঃসন্দেহে বলতে পারি আমি কখনই মেসির মতো সেরা খেলোয়াড় দেখিনি। তিনি নিজের মাত্রায় নিজেই অনন্য।
* ইভান রাকিতিচ : বার বার এ কথাটি বলার প্রয়োজন নেই যে, মেসি পৃথিবীর সেরা খেলোয়াড়। তিনি সর্বকালের সেরা।
* ডেভিড সিলভা : যদিও আমি আগের অনেক সেরা ফুটবলারদের খেলা দেখিনি, তারপরও আমার কাছে মেসিই সর্বকালের সেরা খেলোয়াড়।
* জোসেপ সিমুনিক : পরিষ্কারভাবেই মেসি শেষ ৫ থেকে ৬ বছরের সেরা খেলোয়াড়। আসলে তিনি তো সর্বকালের সেরা খেলোয়াড়। সুস্থ থাকলে আরও ৫ বছর খেলবেন। তিনি এ মুহূর্তে যা করছেন, তা অবিশ্বাস্য! এটা ঠিক যে তিনি দলে শুধু একাই খেলেন না, কিন্তু তারপরও তিনি অসাধারণ।
* ওয়েইন রুনি : মেসি একটি কৌতুক। আর আমার কাছে সর্বকালের সেরা।
* আর্সেন ওয়েঙ্গার : এ বিশ্বের সেরা খেলোয়াড় মেসি। সর্বকালের সেরা খেলোয়াড়ও মেসি।
* লুইস এনরিকে বলেন, নিঃসন্দেহে মেসি এ পৃথিবীর সেরা খেলোয়াড় আর আমার কাছে সর্বকালের সেরা।
* জন টেরি : মেসিকে খেলতে দেখা অনেকটা জাদু দেখার মতো। আনন্দদায়ক ব্যাপার হলো, আমি তার বিপক্ষে খেলেছি এবং যখন পেছনে ফিরে তাকাবো, তখন এটা ভেবে আনন্দ পাবো যে আমি সর্বকালের সেরা খেলোয়াড়ের বিপক্ষে খেলেছি।
* গ্যারি লিনেকার : মেসি একজন জিনিয়াস। তিনি খুব স্পষ্টভাবেই আমার জীবনকালে দেখা খেলোয়াড়দের মাঝে সর্বকালের সেরা। পেলেকে সত্যিকার অর্থে দেখিনি।
* জেরার্ড পিকে : মেসির সঙ্গে একই সময়ে জন্ম নেয়াটা খুবই ভাল লাগার একটি বিষয়। আমি বিশ্বাস করি, তিনি খেলাধুলার ইতিহাসে সর্বকালের সেরা খেলোয়াড়।
* মারিও গোমেজ ; আমি এতটা পাগল নই যে, নিজেকে মেসির সাথে তুলনা করবো। কারণ তিনি সর্বকালের সেরা ছিলেন এবং ভবিষ্যতেও সর্বকালের সেরা থাকবেন।
* মাইকেল ওয়েন : আমি বিশ্বাস করি না মেসির পূর্বের কোন খেলোয়াড় মেসির মতো ফুটবল খেলতে পারতো।
* আন্দ্রে পিরলো : মেসি অনেক কিছুই অর্জন করেছেন। আমি নিশ্চিত যে, তিনি আরও অনেক কিছুই অর্জন করবেন। সবাই জানে, তিনি ইতোমধ্যেই সর্বকালের সেরাদের একজন।

* ডিয়েগো সিমিওনে : ম্যারাডোনা আমাদের আবেগে ভাসিয়েছেন সত্যি। কিন্তু কোন রকম সন্দেহ ছাড়াই মেসি ম্যারাডোনার চেয়েও সেরা খেলোয়াড়।
* টোস্টটাও : মেসি ম্যারাডোনার চেয়ে সেরা খেলোয়াড়। তিনি আরও স্বয়ংসম্পূর্ণ, ধারাবাহিক এবং দর্শনীয়। তিনি খেলাটিকে নতুন করে আবিষ্কার করেছেন, সত্যিকার এবং কল্পনার জগতের এক অদ্ভুত মিশ্রণে।
* পাওলো মালদিনি : মেসি ম্যারাডোনার স্তরে শুধু পৌঁছায়নি, তাকে অতিক্রম করে চলে গেছেন। তিনি খুব দ্রুতগতিতে অসাধারণ কিছু করতে পারেন, যা পাগলামি ছাড়া আর কিছুই নয়।
* মার্শাল পিনা : ম্যারাডোনা এবং ইয়োহান ক্রুয়েফের সমন্বয় করলে যেমন খেলোয়াড় হবে, মেসি তার চেয়েও ভালো।
* রয় কিন : আমি ম্যারাডোনার অনেক বড় ভক্ত। বর্তমানে ক্রিস্টিয়ানো রোনাল্ডোও ভালো খেলে। কিন্তু মেসিই সেরা খেলোয়াড়। আমি সহজে কারুর প্রশংসা করি না। কিন্তু মেসি এই প্রশংসা আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন।
* জিয়ানলুইজি বুফন : মেসির মতো খেলোয়াড়রা এক প্রজন্মে একবারই আসে। এটা প্রায় অসম্ভব যে, মেসি যা করছেন, তা ভবিষ্যতে কোন মানুষ পুনরাবৃত্তি করতে পারবে।
* নেইমার : মেসিই এ পৃথিবীর সেরা খেলোয়াড়।
* জাভি হার্নান্দেজ : এটি পরিষ্কার যে মেসি অন্য সবার চেয়ে এক স্তর ওপরের খেলোয়াড়। যারা এটা দেখতে পায় না, তারা আসলেই অন্ধ।
* জ্লাতান ইব্রাহিমোভিচ : কে সেরা-মেসি নাকি ইব্রাহিমোভিচ? মেসি শেষ কয়েক বছরে যা করে দেখিয়েছেন, এরপর এ নিয়ে আর কোন বিতর্ক নেই। মেসির ডান পায়ের কোন দরকার নেই। তিনি শুধু তার বাম পা’টি ব্যবহার করলেও পৃথিবীর সেরা খেলোয়াড়। কল্পনা করুন, তিনি যদি তার ডান পা’টিও সেভাবে ব্যবহার করতেন! তাহলে আমরা বিশাল এক সমস্যায় পড়ে যেতাম।
* দানি আলভেজ : মেসির ঐশ্বরিক উপহার আছে। কলম্বিয়ান তারকা রাদামেল ফ্যালকাও সন্দেহ প্রকাশ করে বলেন, ‘মেসি কি সত্যিকারের কোন খেলোয়াড়, নাকি প্লে-স্টেশানের কোন চরিত্র?
* রিস্টো স্টইচকোভ : একসময় তারা বলতো মাঠে পিস্তল ছাড়া আমাকে আটকানো সম্ভব না। কিন্তু এখন মেসিকে আটকাতে গেলে আপনাকে মাঠে মেশিনগান নিয়ে নামতে হবে!
* রোমারিও : আশা করি নিউটন আর আইনস্টাইনের মতোই মেসিও নিজেকে প্রতিদিন ছাড়িয়ে যাবে এবং আমাদেরকে তার সুন্দর ফুটবল উপহার দেয়া চালিয়ে যাবে।
* র্যাডোমির আন্টিক : মেসি হলো ফুটবলের মোজার্ট (সুর সম্রাট)।
* জিনেদিন জিদান : ফুটবলের ভক্ত হিসেবে শুধু মেসির প্রদর্শনী উপভোগ করুন।
* জিওর্জিও চিয়েলিনি : কীভাবে রোনাল্ডোকে মার্ক করবেন? তাকে একা না ছাড়ার চেষ্টা করুন, তাকে তার ডান পায়ে শট নিতে দেবেন না। আর মেসি? তাকে আটকানোর ক্ষমতা আমাদের নেই। এক্ষেত্রে আমরা শুধু যিশু খ্রিস্টের কাছে প্রার্থনাই করতে পারি!
* রোনালদো নাজারিও : মেসিকে আমার ক্রিস্টিয়ানোর চেয়ে বেশি স্বয়ংসম্পূর্ণ লাগে। তা না হলেও অন্তত বেশি বিচক্ষণ লাগে। প্রয়োজনের সময় তার উদ্ভব হয় আর সে গোল করে।
* থিয়েরি অঁরি : যখন মেসির সঙ্গে খেলতাম, তখন আমার দৌড়াতে মন চাইত না, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে তার খেলা উপভোগ করতে মন চাইতো।
আরকে/সবা


























