১৬তম আইটিএফ জাতীয় তায়কোয়নদো প্রতিযোগিতা- গত ২৬ ও ২৭ জুন ঢাকার আজিমপুরে সেন্ট্রাল তায়কোয়নদো একাডেমিতে অনুষ্ঠিত হয়। এতে বসুন্ধরা গ্রুপ তায়কোয়নদো দল চ্যাম্পিয়ন এবং সেন্ট্রাল তায়কোয়নদো একাডেমি রানার্সআপ হয়। সেরা সুশৃংখল দল বা বেস্ট ডিসিপ্লিনড টিম নির্বাচিত হয় আইইউবিএটি ইউনিভার্সিটি তায়তোয়ন্দ দল।
বিভিন্ন ক্যাটাগরিতে সেরা খেলোয়াড় নির্বাচিত হন : আল আমিন সিকদার, রহমতুল্লাহ নিশান, নিমু, আতিয়া মীম সারা, ওমর ওসমান এবং মারুফ হাসান খান সাজিদ। প্রতিযোগিতায় একটিভ প্রশিক্ষক পদক পান : এসকে বিজয় দাস, আদম মো। ঈসা, শাহজাহান সম্রাট এবং জহুরা আক্তার মিম।
এই প্রতিযোগিতায় ১১ জেলা, একটি বিশ্ববিদ্যালয় ও বসুন্ধরা গ্রুপ এবং বিভিন্ন ক্লাব একাডেমি এবং থানাভিত্তিক সংস্থা ও বিভিন্ন ক্লাব একাডেমি স্কুল ও থানাভিত্তিক তায়কোয়নদো এসোসিয়েশন সমূহের ২৭৬ খেলোয়াড় ৩২টি ইভেন্ট ক্যাটাগরিতে অংশ নেয়।
চ্যাম্পিয়ন দল ১০টি স্বর্ণপদক পেয়ে চ্যাম্পিয়ন হয়। রানার্সআপ দল পায় ৮টি স্বর্ণপদক।
প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ তায়কোয়নদো ফেডারেশনের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আন্তর্জাতিক তায়কোয়নদো ফেডারেশনের সহকারি মহাসচিব শিমুল শিকদার। আরো উপস্থিত ছিলেন আম্পায়ার কমিটির চেয়ারম্যান মো. হারুন ও অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।
প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে আইটিএফ তায়কোয়নদোর প্রবর্তক মাস্টার সোলায়মান শিকদার। এছাড়াও অত্র সংগঠনের বেশ কিছু কর্মকর্তা ও প্রশিক্ষণ এবং বিচারক উপস্থিত ছিলেন।
আরকে/সবা

























