১১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ জানুয়ারী ২০২৬, ২৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

অঁরির ১৪ নম্বর জার্সি নিয়েই গয়োকেরেসের রেকর্ড

আর্সেনালে যোগ দেওয়ার পরই ক্লাবের জার্সি বিক্রিতে রেকর্ড গড়লেন সুইডিশ স্ট্রাইকার ভিক্টর গয়োকেরেস। স্পোর্টিং লিসবনের সঙ্গে দীর্ঘ আলোচনার পর ৬৪ মিলিয়ন পাউন্ডে তাকে দলে ভেড়ায় আর্সেনাল। আর সেই ঘোষণা হওয়ার পরই যেন লন্ডনের লাল শিবিরে নেমে আসে উৎসবের আমেজ।

আনুষ্ঠানিকভাবে তাকে আর্সেনাল খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়।ঘোষণায় জানানো হয়, থিয়েরি অঁরির উত্তরসূরি হিসেবে ১৪ নম্বর জার্সি পরবেন গয়োকেরেস। প্রথমে ধারণা ছিল তিনি গ্যাব্রিয়েল জেসুসের ৯ নম্বর জার্সি নিতে চান, কিন্তু শেষমেশ ফরাসি কিংবদন্তির পথেই হাঁটার সিদ্ধান্ত নেন এই সুইডিশ তারকা।

তার আগমনকে ঘিরে জার্সিতে বিশেষ অফার দেয় আর্সেনাল। আগামী মৌসুমের জার্সিতে গয়োকেরেসের নাম ও নম্বর প্রিন্ট ফ্রি।
সাধারণত এই সেবার জন্য ক্লাব চার্জ করে ১৬ পাউন্ড। অফার ঘোষণার পরই সমর্থকদের ভিড়ে আর্সেনালের অফিসিয়াল ওয়েবসাইট কিছু সময়ের জন্য ক্র্যাশ হয়ে যায়।

ক্লাবের ইতিহাসে এত কম সময়ে কোনো খেলোয়াড়ের জার্সি বিক্রির রেকর্ড হয়নি আগে। জনপ্রিয়তায় তিনি পেছনে ফেলেছেন বুকায়ো সাকা, ডেকলান রাইস ও অধিনায়ক মার্টিন ওডেগার্ডকেও।

গত মৌসুমে কাই হাভার্টজ ও গ্যাব্রিয়েল জেসুস ধারাবাহিকভাবে গোলের যোগান দিতে ব্যর্থ হন। তাই বহুদিন ধরেই একজন নির্ভরযোগ্য স্ট্রাইকার খুঁজছিল আর্সেনাল। সেই শূন্যস্থান পূরণ করতেই এসেছেন গয়োকেরেস। স্পোর্টিং লিসবনের হয়ে ১০২ ম্যাচে করেছেন অবিশ্বাস্য ৯৭ গোল আছে তার।

আরকে/সবা

জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন

অঁরির ১৪ নম্বর জার্সি নিয়েই গয়োকেরেসের রেকর্ড

আপডেট সময় : ০৮:০০:৩৪ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫

আর্সেনালে যোগ দেওয়ার পরই ক্লাবের জার্সি বিক্রিতে রেকর্ড গড়লেন সুইডিশ স্ট্রাইকার ভিক্টর গয়োকেরেস। স্পোর্টিং লিসবনের সঙ্গে দীর্ঘ আলোচনার পর ৬৪ মিলিয়ন পাউন্ডে তাকে দলে ভেড়ায় আর্সেনাল। আর সেই ঘোষণা হওয়ার পরই যেন লন্ডনের লাল শিবিরে নেমে আসে উৎসবের আমেজ।

আনুষ্ঠানিকভাবে তাকে আর্সেনাল খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়।ঘোষণায় জানানো হয়, থিয়েরি অঁরির উত্তরসূরি হিসেবে ১৪ নম্বর জার্সি পরবেন গয়োকেরেস। প্রথমে ধারণা ছিল তিনি গ্যাব্রিয়েল জেসুসের ৯ নম্বর জার্সি নিতে চান, কিন্তু শেষমেশ ফরাসি কিংবদন্তির পথেই হাঁটার সিদ্ধান্ত নেন এই সুইডিশ তারকা।

তার আগমনকে ঘিরে জার্সিতে বিশেষ অফার দেয় আর্সেনাল। আগামী মৌসুমের জার্সিতে গয়োকেরেসের নাম ও নম্বর প্রিন্ট ফ্রি।
সাধারণত এই সেবার জন্য ক্লাব চার্জ করে ১৬ পাউন্ড। অফার ঘোষণার পরই সমর্থকদের ভিড়ে আর্সেনালের অফিসিয়াল ওয়েবসাইট কিছু সময়ের জন্য ক্র্যাশ হয়ে যায়।

ক্লাবের ইতিহাসে এত কম সময়ে কোনো খেলোয়াড়ের জার্সি বিক্রির রেকর্ড হয়নি আগে। জনপ্রিয়তায় তিনি পেছনে ফেলেছেন বুকায়ো সাকা, ডেকলান রাইস ও অধিনায়ক মার্টিন ওডেগার্ডকেও।

গত মৌসুমে কাই হাভার্টজ ও গ্যাব্রিয়েল জেসুস ধারাবাহিকভাবে গোলের যোগান দিতে ব্যর্থ হন। তাই বহুদিন ধরেই একজন নির্ভরযোগ্য স্ট্রাইকার খুঁজছিল আর্সেনাল। সেই শূন্যস্থান পূরণ করতেই এসেছেন গয়োকেরেস। স্পোর্টিং লিসবনের হয়ে ১০২ ম্যাচে করেছেন অবিশ্বাস্য ৯৭ গোল আছে তার।

আরকে/সবা