আইপিএল ২০২৬ মিনি নিলামে অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার ক্যামেরন গ্রিন যেন ঝড় তুললেন। মাত্র ২ কোটি রুপি বেস প্রাইস থেকে নিলামে শুরু হওয়া লড়াইয়ে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) তাকে কিনে নিল ২৫.২০ কোটি রুপিতে। এভাবে তিনি মিচেল স্টার্কের ২৪.৭৫ কোটির রেকর্ড ভেঙে আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি বিদেশি খেলোয়াড় হয়ে গেলেন।
তবে নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন মাত্র ১৮ কোটি রুপি; বাকিটা (৭.২০ কোটি) যাবে বিসিসিআইয়ের প্লেয়ার ওয়েলফেয়ার ফান্ডে। এই নিয়ম বিদেশি খেলোয়াড়দের জন্য প্রযোজ্য।
নিলামের শুরুতেই গ্রিনের জন্য তুমুল লড়াই চলে। মুম্বই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংসের মধ্যে দারুণ প্রতিযোগিতা হয়। শেষ পর্যন্ত ২৫.২০ কোটি রুপি দিয়ে কেকেআর জিতে নেয় গ্রিনকে।
২৬ বছর বয়সী গ্রিন আগে খেলেছেন মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে। আইপিএলে ২৯ ম্যাচে তার সংগ্রহ ৭০৭ রান (সর্বোচ্চ ১০০*) এবং ১৬ উইকেট। তিনি ব্যাটার হিসেবে লিস্টেড হলেও নিশ্চিত করেছেন, আইপিএলে বোলিং করবেন।
নিলামের শুরুতেই ডেভিড মিলার ২ কোটি রুপি বেস প্রাইসে দিল্লি ক্যাপিটালসে গেছেন। আরও অনেক তারকার জন্য লড়াই এখনো চলমান।
এমআর/সবা


























