০৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ০৪ জানুয়ারী ২০২৬, ২১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে প্রার্থিতা যাচাই: ৭ বৈধ, ৭ বাতিল, ১ স্থগিত

খাগড়াছড়ি ২৯৮ নং সংসদীয় আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। মোট ১৬টি মনোনয়নপত্র বিক্রি হলেও জমা পড়ে ১৫টি। এর মধ্যে যাচাই-বাছাই শেষে ৭টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ৭টি বাতিল এবং ১টি মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে।
শনিবার সকালে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আনোয়ার সাদাত মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করেন।
রিটার্নিং কর্মকর্তা জানান, যাচাই-বাছাই শেষে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় পার্টিসহ মোট ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তবে গণঅধিকার পরিষদের প্রার্থী দ্বীনময় রোয়াজা বাংলাদেশ ব্যাংকের ঋণখেলাপি হওয়ায় তাঁর মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে।
এছাড়া বিএনপির বিদ্রোহী প্রার্থী সমীরণ দেওয়ানসহ মোট ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাতিলের কারণ হিসেবে ১ শতাংশ ভোটার সমর্থনের তালিকা সঠিক না থাকা এবং প্রয়োজনীয় কাগজপত্রে ত্রুটি ও অসঙ্গতির কথা জানানো হয়।
রিটার্নিং কর্মকর্তা আরও জানান, বাতিল হওয়া প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন।
শু/সবা
জনপ্রিয় সংবাদ

খাগড়াছড়িতে প্রার্থিতা যাচাই: ৭ বৈধ, ৭ বাতিল, ১ স্থগিত

আপডেট সময় : ০৬:২১:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
খাগড়াছড়ি ২৯৮ নং সংসদীয় আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। মোট ১৬টি মনোনয়নপত্র বিক্রি হলেও জমা পড়ে ১৫টি। এর মধ্যে যাচাই-বাছাই শেষে ৭টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ৭টি বাতিল এবং ১টি মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে।
শনিবার সকালে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আনোয়ার সাদাত মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করেন।
রিটার্নিং কর্মকর্তা জানান, যাচাই-বাছাই শেষে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় পার্টিসহ মোট ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তবে গণঅধিকার পরিষদের প্রার্থী দ্বীনময় রোয়াজা বাংলাদেশ ব্যাংকের ঋণখেলাপি হওয়ায় তাঁর মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে।
এছাড়া বিএনপির বিদ্রোহী প্রার্থী সমীরণ দেওয়ানসহ মোট ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাতিলের কারণ হিসেবে ১ শতাংশ ভোটার সমর্থনের তালিকা সঠিক না থাকা এবং প্রয়োজনীয় কাগজপত্রে ত্রুটি ও অসঙ্গতির কথা জানানো হয়।
রিটার্নিং কর্মকর্তা আরও জানান, বাতিল হওয়া প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন।
শু/সবা