মানুষের নিরাপদ ও পুষ্টিকর সবজি উপহার দিতে যশোরে ২ হাজার ৪৭৮টি পারিবারিক পুষ্টিবাগান করা হবে। এতে একদিকে পুষ্টির চাহিদা মিটবে, অন্যদিকে বাড়তি ফসল বিক্রিতে আর্থিকভাবে লাভবান হবে। যশোরাঞ্চলের কৃষিতে এক নতুন দিগন্ত সৃষ্টি করবে পুষ্টিকর এই সবজির বাগান।
যশোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক ড. সুশান্ত কুমার তরফদার বলেছেন, ঢাকা থেকে নেট ও পানি দেয়ার ঝাঝরি আনার পরই জেলায় ২ হাজার ৪৭৮টি পারিবারিক পুষ্টি বাগান তৈরির কার্যক্রম কার্যক্রম করা হবে। এ বাগান করার ক্ষেত্রে আশ্রয়ন প্রকল্পকে বেশি প্রাধান্য দেয়া হবে। এতো মানুষ নিরাপদ ও পুষ্টিকর সবজি খেতে পারবে। আবার ফসল বিক্রি করে বাড়তি আয় করতে পারবে। বসতবাড়িতে পুষ্টি লাগান প্রকল্পের আওতায় এটা করা হবে। তিনি আরও জানান,২ হাজার ৪৭৮টি পারিবারিক পুষ্টি বাগানের মধ্যে সদর উপজেলায় ৩৭৭টি, শার্শা উপজেলায় ৩১৪টি,ঝিকরগাছা উপজেলায় ৩০৩টি, চৌগাছা উপজেলায় ৩০২টি, বাঘারপাড়া উপজেলায় ২৫১টি, অভয়নগর উপজেলায় ২২৬টি, মণিরামপুর উপজেলায় ৪৫৩টি ও কেশবপুর উপজেলায় ২৫২টি বাগান করা হবে।
স/ম


























