কোটা সংস্কার আন্দোলনে ছাত্রদের আন্দোলনকে বিপথগামী করে বি এন পি জামাত সন্ত্রাসীরা নিরীহ ছাত্র, পুলিশ সদস্য, এবং সাধারণ নাগরিক হত্যা এবং সরকারি প্রতিষ্ঠান ও সম্পত্তির ব্যাপক ধ্বংসযজ্ঞের প্রতিবাদে প্রবাসী বাংলাদেশিরা এবং বেলজিয়াম আওয়ামী লীগ ইউরোপিয়ান পার্লামেন্টের সামনে এক প্রতিবাদ সভার আয়োজন করে।গতকাল বুধবারশুরুতে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।শান্তির পক্ষে ও জামাত বি এন পির বিরুদ্ধে মুহুর্মুহু স্লোগানে শান্তি সমাবেশ মুখরিত হয়। বক্তাগণ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুরু থেকে কোটা সংস্কারের পক্ষে ছিলেন এবং কোর্টের রায়ের মাধ্যমে কোটা বাতিল/সংস্কার হয়। ছাত্রদের আন্দোলনের আর কোন ইস্যু নেই। বক্তারা বলেন, প্রধানমন্ত্রী সমস্ত হত্যাকাণ্ডের বিচারবিভাগীয় তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন। যে হত্যাকান্ড এবং রাষ্ট্রিয় সম্পদ নষ্ট হয়েছে, জাতির পূরণ করতে অনেক সময় লাগবে। বক্তারা বলেন, ছাত্রদের দাবির ইস্যুকে জামাত বি এন পি ব্যবহার করতে দেয়া যাবেনা, জামাত বিএন পি র দেশের বিরুদ্ধে অপপ্রচার রোধ এবং শান্তি প্রতিষ্ঠার জন্য মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি ও বঙ্গবন্ধুর আদর্শের কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠার জন্য ইউরোপের বন্ধু হিসাবে ইউরোপিয়ান পার্লামেন্ট কে আহ্বান জানান।
পরে প্রবাসী বাংলাদেশীদের ও বেলজিয়াম আওয়ামী লীগের পক্ষ থেকে ইউরোপিয়ান পার্লামেন্টে এক স্মারক লিপি দেয়া হয়।সভায় বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন।
বেলজিয়াম আওয়ামী লীগ সভাপতি শহীদুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী রতনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক আন্দ্রে ভারমাউট, ইউরোপিয়ান আওয়ামী লীগ সভাপতি এম. নজরুল ইসলাম, নেদারল্যান্ড আওয়ামী লীগ নেতা মোস্তফা জামান, মুরাদ খান, বেলজিয়াম আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি হুমায়ূন মাকসুদ হিমু, সহ সভাপতি নিরঞ্জন রায়, উপদেষ্টা খোকন শরীফ, সহ সভাপতি আব্দুস সালাম ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক দাউদ খান সোহেল, যুবলীগ সাধারণ সম্পাদক খালেদ মিনহাজ, আরিফুল ইসলাম এবং টিপু। উপস্থিত ছিলেন, সহসভাপতি মোশাররফ হোসেন,সহসভাপতি জহির খান, বঙ্গবন্ধু পরিষদ সভাপতি ফিরোজ বাবুল, মহিলা সম্পাদিকা রাবেয়া জামান,প্রচার সম্পাদক আখতারুজ্জামান, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইমরান আলী, শিক্ষা সম্পাদক নিয়াজ মুর্শেদ, আওয়ামী লীগ নেতা জুয়েল জিলানী, সাংস্কৃতিক সম্পাদিকা আয়েশা সরকার, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান,দপ্তর সম্পাদক রাইসুল ইসলাম রাসেল, সদস্যা দিলরুবা বেগম মিলি, এন্টোরোপ আওয়ামী লীগ সভাপতি আলী, যুগ্ম সম্পাদক শাহীন, কার্যকরী সংসদ সদস্য প্রদীপ সরকার , ক্রীড়া সম্পাদক রাসেল প্রমুখ।


























